স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লার সদর দক্ষিণে ২৪ মামলার আসামি যুবলীগ কর্মী মো.নাদিম হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনার গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি আবদুল মান্নানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি মান্নান হত্যাকাণ্ডের সর্ম্পকে বিভিন্ন তথ্য দিচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
মান্নান ওই হত্যা মামলার ১৮ নম্বর আসামি। গত ২৮ মার্চ দুপুরে তাকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে আদালত মান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আদালতের নির্দেশে রোববার বিকেলে তাকে কুমিল্লা কারাগার থেকে থানায় আনা হয়।
সোমবার সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল¬া সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, আসামি মান্নানকে রোববার রাত থেকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো আমরা যাচাই করে দেখছি। তাকে মোট তিনদিন জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করছি এর মধ্যে আরও বেশ কিছু তথ্য পাবো। আর আমরা মামলার সকল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। তাদের ধরতে একের পর এক অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে পারবো।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সকালে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সোয়াগাজি এলাকার বাটপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে বিরোধে নাদিমকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নাদিম ওই গ্রামের ইদু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পরদিন ২৭ মার্চ রাতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নিহতের পিতা ইদু মিয়া। এ মামলায় প্রধান আসামি করা হয় কুমিল¬া দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ইলিয়াছকে।
Discussion about this post