স্টাফ রিপোর্টার।।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুকে।
আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুকে গতকাল মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেয়া হয়েছে।
অ্যাডভোকেট মো. মহিন আরো জানান, আইসিইউতে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, ফুসফুসে ইনফেকশন আছে কি-না দেখবে।
কয়েক দিন আগে আব্দুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হন। তখন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।
Discussion about this post