এপেক্স ক্লাব অব কুমিল্লার ২০২৩ বর্ষের কমিটি গঠিত

মাহবুব সভাপতি - জসিম সেক্রেটারি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

এপেক্সিয়ান এড. মাহবুবুল হক কে সভাপতি ও এপেক্সিয়ান জসিম উদ্দিন ভুইয়াকে সেক্রেটারি এন্ড ডিএনই করে ১১ সদস্য বিশিষ্ট এপেক্স ক্লাব অব কুমিল্লার ২০২৩ বর্ষের বোর্ড সভা গঠিত হয়। গত ২৯ নভেম্বর রাতে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এপেক্স ক্লাব অব কুমিল্লার বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার এলজি, পিএনপি এপে. এড. সৈয়দ নুরুর রহমান এ কমিটি ঘোষনা করেন। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যগণ হলেন, এপেক্স বাংলাদেশের এলজি এপে. ডা. মজিবুর রহমান ও এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপে.মাহমুদুল হাসান পাশা।

এপেক্স ক্লাব অব কুমিল্লার ২০২৩ বর্ষের বোর্ডের অন্যান্য নব নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি এপে. এ বি এম মোস্তাফিজুর রহমান জুয়েল, জুনিয়র সহ সভাাপতি এপে. মাহফুজুর রহমান, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপে.এড. মোহাম্মদ আলী টিপু, ট্রেজারার এপে. মো. রাজিব হোসেন,সার্ভিস ডিরেক্টর এপে. মো. রোমান হোসাইন, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে.সৈয়দ আহমেদ লাভলু, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. মাহমুদুল হাসান মনির,পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. রায়হান উদ্দিন, সার্জেন্ট এট আর্মস এপে. মো. ওমর ফারুক।

এর আগে এপেক্স ক্লাব অব কুমিল্লার ২০২২ বর্ষের সভাপতি এপে. এড. মোহাম্মদ আলী টিপুর সভাপতিত্বে ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর এপেক্স ইন্ডিয়ার জাতীয় জাতীয় সভাপতি এপে. শ্যামল কারককে সংবর্ধণা প্রদান করা হয়।

অভিনন্দন :
এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি এপে. এড. মাহবুবুল হক ও সেক্রেটারি এন্ড ডিএনই এপে. জসিম উদ্দিন ভুইয়াসহ ২০২৩ বর্ষের নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমীন রীমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান। পত্রিকায় পাঠানো অভিনন্দন বার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এপেক্স ক্লাব অব কুমিল্লার ২০২৩ বর্ষের সভাপতি এপে. এড. মাহবুবুল হকের নেতৃত্বে এপেক্স ক্লাব অব কুমিল্লা আর্তমানবতার সেবায় অতীতের যে কোন সময়ের তুলনায় আরো বেশী করে কাজ করবে এবং এপেক্স আন্দোলনে কুমিল্লার সুনাম অক্ষুন্ন রাখবে।