১০ ডিসেম্বর গণসমাবেশ কোথায় বিএনপি সিদ্ধান্ত জানাবে বিকেলে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

স্থায়ী কমিটির এই সভায় ডিবি কার্যালয়ে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস ছাড়া সবাই অংশ নেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

গতকাল রাতে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ডিএমপি কমিশনারের আলোচনা অনুযায়ী, কমলাপুরে বীর শ্রেষ্ঠ সিপাহি শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, নাকি মিরপুর বাঙলা কলেজ মাঠে সমাবেশ হবে—   তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ডিবি কার্যালয়ের সামনে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেছেন, কমলাপুর স্টেডিয়াম সমাবেশের জন্য উপযুক্ত নয়। সমাবেশ করতে হলে বিএনপিকে মিরপুর বাঙলা কলেজ মাঠেই করতে হবে।

প্রায় তিন মাস আগে বিএনপি ১০ বিভাগীয় শহরে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করে। ঢাকায় গণসমাবেশ করতে বিএনপি নয়াপল্টনের জন্য অনুমতি চেয়ে গত ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর ডিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন করে। আগামীকাল শনিবার ঢাকার বিএনপির সমাবেশের দিন। কিন্তু এখনো সমাবেশের স্থান বুঝে পায়নি বিএনপি।