দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ১৫ অক্টোবর ছুটি থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)।
সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার ছুটির বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে তিনি বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছুটি কার্যকর হবে। এসময় সকল অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর থেকে আবার সকল কার্যক্রম চলমান থাকবে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলবে।