তবে এই হামলায় ইরান কোন মিসাইল ব্যবহার করেছে সেটি রিপোর্ট লেখা পর্যন্ত নিরূপণ করতে পারেনি দখলদার ইহুদিবাদীরা।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সন্দেহ, বৃহস্পতিবার সকালে ছোড়া ইরানি মিসাইলের মধ্যে অন্তত একটি মিসাইলে একাধিক বিস্ফোরক ছিল। অথবা ক্লাস্টার বোমা জাতীয় কিছু ছিল।
ইরান অনেক আগেই দাবি করেছিল তাদের কাছে মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভিহাইকেল (এমআইআরভি) ব্যালিস্টিক মিসাইল আছে। সঙ্গে আছে উপবিস্ফোরকধারী মিসাইল। যার মাধ্যমে একটি মিসাইলই একসঙ্গে একাধিক জায়গায় আঘাত হানতে পারে।
ইরানের নতুন হামলার পর একাধিক ছোট বিস্ফোরক অস্ত্র শনাক্ত করা হয়েছে। যার অর্থ ইরান এমন কোনও মিসাইল ব্যবহার করেছে যেগুলোতে একাধিক বিস্ফোরক ছিল। সূত্র: টাইমস অব ইসরায়েল