স্টাফ রিপোর্টার ।। আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য আসন্ন কুসিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে যাচাই বাছাই শুরু হয়। এরই মধ্যে ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে প্রথম ৫ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এক জনের যাচাই দুপুর পর্যন্ত স্থগিত করলেও পরে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করায় বিকেলে তা বৈধ ঘোষনা করা হয়। কুসিকের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী যাচাই বাছাই শেষে কুসিকের ৬ প্রার্থীর ৬ জনকেই বৈধ ঘোষনা করেন।
বৈধতা পাওয়া মেয়র প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত,আ’লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান, সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম, নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)।