ফিটনেস নিয়ে সমস্যায় ছিলেন। ইনজুরি নিয়েও স্বস্তিতে ছিলেন না। নেইমার এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার এই খবর নিশ্চিত করেছে তার বর্তমান ক্লাব সান্তোস। খবর রয়টার্স ও গ্লোবো’র।
ব্রাজিলের গণমাধ্যম গ্লোবোকে সান্তোসের এক কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার থেকেই নেইমারের জ্বর। কয়েক দফা টেস্ট করার পর সান্তোসের মেডিকেল স্টাফরা নিশ্চিত করেছেন যে নেইমার কোভিড আক্রান্ত। যখন থেকে তার মধ্যে করোনার অনুসঙ্গ লক্ষ করা গেছে তখন থেকেই তাকে সব কিছু থেকে আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শেই সে এখন বাড়িতেই নিভৃতবাস করছেন।’
৩৩ বছর বয়সী নেইমারের জন্য এই করোনা সংক্রমণ তাকে আবার নতুন সমস্যায় ফেলেছে। কারণ ব্রাজিলের সিরি আ’য় ঘরোয়া ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন করলেও এখনও পর্যন্ত প্রত্যাশা মেটাতে পারেননি। সৌদি ক্লাব আল-হিলালে চোটে জর্জরিত সময় কাটানোর পর শৈশবের ক্লাব সান্তোসে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১২টি ম্যাচ খেলতে পেরেছেন। সেখানেও বারবার চোট ও ফিটনেস সমস্যায় ভুগে চলেছেন।