‘কিরে ভাই !বাংলাদেশে কি ১০ লাখ টাকার গরু কেনার লোক নাই,সবাই পালিয়ে গেছে ’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কুষ্টিয়ার খাজানগর থেকে ৭টি বড় গরু নিয়ে হাটে এসেছেন ব্যবসায়ী নওয়াব আলী। তিনদিনে গরু বিক্রি করেছেন দুটি। বাকি গরু নিয়ে কী করবেন তা নিয়ে হতাশ তিনি। নওয়াব আলী বলেন, যে দুইটা বিক্রি করছি তা দিয়ে খরচ ওঠাতো দূরের কথা লস দিয়ে বাড়ি যেতে হবে। একটা গরুর দাম ১৫ লাখ টাকা। এক কাস্টমার ৮ লাখ বলছে। কোনো রকম গায়ে গায়ে আসলে ছেড়ে দিতাম। লসেতো বিক্রি করা যায় না। না বিক্রি করাও লস। আসা-যাওয়ার খরচ নিয়ে বাড়ি যেতে পারব না।