কুবির আইন বিভাগের ল’ ক্লিনিক এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল 

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ১ মাস আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সহযোগী সংগঠন ল’ ক্লিনিকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিভাগের করিডোরে এই দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হায়দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আলী মোর্শেদ কাজেম সহ বিভাগের সকল শিক্ষক, ল ক্লিনিক কমিটির সদস্যবৃন্দ ও আইন বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের বিভাগ হলো আইন বিভাগ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিংয়ে আইন বিভাগের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আইনের শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার সুযোগ আছে। সেসব জায়গায় যেতে ল ক্লিনিক একটি  ভালো ভূমিকা রাখবে। তাই বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিংয়ের লক্ষ্যে আইন বিভাগকে সকল ধরনের  সহযোগিতা দিতে প্রশাসন প্রস্তুত আছে। মহান আল্লাহ তায়ালা আমাদের কবুল করুক’।

 

উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী বলেন, ‘আজকের এই ইফতার মাহফিলে এসে আমার ভালো লেগেছে, কারণ আমিও এই বিভাগের অংশ। আইন বিভাগে সিনিয়র শিক্ষক নেই তাই আমরা কয়েকজন সিনিয়র শিক্ষকদের দ্রুত নিয়োগ দিবো। দুজন রিটায়ার্ড জাজকে আমরা পেয়েছি। উনারাও এখানে নিয়োগপ্রাপ্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন’।

আগত অতিথিদের বক্তব্য শেষে আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. আলী মোর্শেদ কাজেম অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।