কুমিল্লার দাউদকান্দিতে র‍্যাবের অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লার দাউদকান্দি থানাধীন বলদাখাল এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর ২০২৪) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আব্দুল সালাম (২৮)। তিনি খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। তিনি পাইকারি ও খুচরা মূল্যে মাদক বিক্রয় করতেন।

র‍্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে র‍্যাবের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।