ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকাগামী তিশা বাসের ধাক্কায় রফিকুল ইসলাম রুক মিয়া (৫০) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম রুক মিয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মৃত মো.মনোহর আলী(মনু) মিয়ার ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই সোহাগ জানায়, রফিকুল ইসলাম রুক মিয়া কাঠের ফার্নিচার নিয়ে সাদকপুর থেকে কুমিল্লায় যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকাগামী তিশা বাস পেছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে রুক মিয়া মারা যায়। পরে বাসটি ময়নামতি ফাঁড়ির পুলিশ আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশ ইনচার্জ মিজানুর রহমান বলেন, কোটবাড়ি বিশ্বরোড এলাকায় দুর্ঘটনায় একজন মারা গেছে । আমরা বাসটি আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।