জহিরুল হক বাবু।।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ১০ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬ জন্য আপিলের মাধ্যমে তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।
বাকী ৪ জনের মধ্যে ১ জন প্রার্থী আপিল করেনি ও ৩ জনে প্রার্থীর আপিল আবেদন না মঞ্জুর করা হয়।
জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৬ জন, ২৭ টি ওর্য়াডে সাধারণ কাউন্সিলর পদে ১২০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন তাদের মনোনয়র পত্র দাখিল করেন।
বৃহস্পতিবার কুমিল্লা শিল্পকলা একাডেমীতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেন রির্টানিং কর্মকর্তা। যার মধ্যে ৯ জন সাধারণ ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন।
বাতিলকৃত ১০ জনের মধ্যে ৯ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেতে আপিল করেন।
সোমবার আপিল শুনানি শেষে আবেদনকৃত ৯ প্রার্থীর মধ্যে একজন মহিলা কাউন্সিলরসহ ৬ জনের আপিল মঞ্জুর করা হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, আপিল আবেদনে প্রার্থীতা ফিরে পেয়েছেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কবির আহমেদ, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ রুমন আহমেদ, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ একরাম হোসেন, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামাল হোসেন কাজল, মোঃ মিন্টু এবং ৭নং সংরক্ষিত নারী কাউন্সিলর মোঃ ফারজানা আক্তার।
এদিকে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুয়েল এবং ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদের আপিল নামঞ্জুর করেছেন।