আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগ করবেন দুজন হিজড়া।
ভোটাধিকার পাওয়া দুৃই হিজড়া হলেন, প্রীতি হিজড়া। তিনি নগরীর ৩ নম্বর ওয়ার্ডের ভোটার। ২০১৪ সালে ভোটার হয়েছেন। তবে গত বছর এসে তিনি হিজড়া হিসেবে ভোটার হয়েছেন। অপর জন নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের হাসু হিজড়া।
হাসু হিজড়া বলেন, আমি ও প্রীতি ছাড়া পৌনে ৪ শ হিজড়া আছে। তবে তাদের কেউ পুরুষ কেউ নারী ভোটার হিসেবে ভোটার হয়েছেন। আমরাই হিজড়া হিসেবে এবার ভোটাধিকার প্রয়োগ করবো।
প্রীতি হিজড়া বলেন, আমার খুব ভালো লাগছে। এবার ভোট দিতে পারবো৷ তবে কাকে ভোট দেবো তা এখন বলবো না। কেন্দ্রে গিয়ে যাকে ভালো লাগবে তাকে ভোট দিবো।
নিজের জীবনের কথা বলতে গিয়ে হাসু হিজড়া বলেন, আমার বাবা- মা নেই। ভাই বোন নেই। মানুষের কাছ থেকে হাত পেতে যা পাই তা দিয়েই চলে আমাদের জীবন।