কুসিক নির্বাচন : প্রথম বারের মত ভোট দিতে পেরে আনন্দিত দুই হিজড়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

প্রীতি ও লতা নামের দুই হিজড়া প্রথম বারের মত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে পেরে খুব আনন্দিত বলে জানিয়েছে। বুধবার নগরীর পুলিশ লাইনস কেন্দ্রে ভোট দেন এই দুই তৃতীয় লিঙ্গের সদস্য।
বেলা ১১টায় ভোট দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে অনুভুতি ব্যক্ত করে প্রীতি হিজড়া বলেন, ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে এসেছি। ভোট দিতে পেরে ভালো লাগছে।
একই সময়ে লতা হিজড়া বলেন, ভোট দিতে পেরে আমরা খুব আনন্দিত।

উল্লেখ্য, বুধবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে প্রায় ৫০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।