আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা উপজেলার মুন্নমপাড়া পাহাড়ের অদূরে জঙ্গলে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মিরের একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে তাদের দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে। পরে অস্ত্রধারীরা পালিয়ে গেলে আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। বন্দুকযুদ্ধে কেএনএর অস্ত্রধারী ৩ সদস্য নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান।