গাঁজা নিয়ে গন্তব্যে পৌঁছার আগেই পুলিশের হাতে আটক মানিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : গাঁজা নিয়ে গন্তব্যে পৌঁছার আগেই পুলিশের কাছে আটক হয়েছেন মো. মানিক মিয়া নামে এক মাদক ব্যবসায়ী। আটক মাদক ব্যবসায়ী মানিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগন এলাকার ম‍ৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

জানা যায়, শুক্রবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদফতর বিভাগীয় সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃ‌ত্বে আখাউড়া সুলতানপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়।

মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আখাউড়া সুলতানপুর সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।