কুমিল্লার চৌদ্দগ্রামে ২৭০ বোতল ফেনসিডিল, কভার্ডভ্যানসহ চালকে গ্রেফতার করেছে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ। আটককৃত কভার্ডভ্যানের চালকের নাম মোঃ সোহাগ ভুইয়া(৪২), সে সুধারাম থানার পূর্ব এওজবালিয়া এলাকার বশির উল্লাহ এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন।
বুধবার ( ৫ জুলাই) সকালে ভোরে ( ৫.৩০মিনিটে) গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বাবুচি বাজার নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটক করে।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন জানান মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই)
মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাবুচি বাজার নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে বাবুচি বাজার ইউটার্নের মাথায় মহাসড়কের উপর রেজিঃ নং- ঢাকা মে: ট-১১-৪৪৬০ এর ভার্ডভ্যানের চালকের পিছনে কেভিনের ভিতর ০২ (দুই) টি প্লাস্টিকের বস্তার ভিতর ১১(এগার)টি প্যাকেটে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন। হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।