চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চৌদ্দগ্রাম প্রতিনিধি ।।
প্রকাশ: ৮ মাস আগে

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: মোস্তফা মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা পশ্চিম পাড়ার বাসিন্দা। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
জানা গেছে, সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উজিরপুর এলাকার মথুয়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে অজ্ঞাতনামা গাড়ী ধাক্কা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে লাশের সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।