স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. সফিকুর রহমান বলেছেন, আওয়ামীলীগের গত ১৬ বছর মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি।আমরা লক্ষ করেছি,আওয়ামী ক্ষমতা নিয়ে এক মাসের মধ্যে বিডিআর হত্যাকান্ড ঘটিয়েছে। পিলখানার বিডিআর হত্যার ঘটনা নিয়ে দুটি তদন্ত কমিটি গঠিত হলেও এখনো পর্যন্ত একটির রিপোর্টও প্রকাশ করা হয়নি। অবশ্যই পিলখানার হত্যাকান্ডের তদন্ত করতে হবে। দ্রুত সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি গতকাল শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াম ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. সফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দদের তিলে তিলে হত্যা করেছে আওয়ামীলীগ। ২০২৪এর গনহত্যার নায়ক নাযিকােদর বিচার করতে হবে। আমরা আইন হাতে তুলে নিব না। কিন্তু তাদের বিচার চাই এবং তা করতে হবে। আমরা বাংলাদেশে আর হত্যার রাজনীতি দেখতে চাই না। মিডিয়ার উপর নির্যাতন করেঝে গত ১৬ বছর। সাইফুর রহমান সাগর কুমিল্লার একজন যোদ্ধা। তিনি প্রমান করেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ না।। ভারতের হলুদ মিডিয়া যখন মিথ্যা কথা বলছে,তখন আমাদের জগন্নাথ হলের হিন্দু ছাত্ররা মিছিল করে প্রতিবাদ জানিয়েছে। চট্রগ্রামে আইনজীবী হত্যা করে তারা চেয়েছিল দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে। কিন্তু পারেনি। আমরা ভারতের আগ্রাসন সহ্য করব ন্ াআমাদের এক খন্ড জমিও তাদের দিব না। জনগনকে বোকা বানানোর দিন এখন আর নেই।
তত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে আমীরে জামায়াত বলেন, আপনাদের নিজস্ব কোন এজেন্ডা থাকবে না। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়াই আপনাদের গুরুত্বপূর্নকাজ। আমরা যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত নির্বাচন চাই। কুমিল্লা বিমান বন্দর ও কুমিল্লা নামে বিভাগ দ্রুত ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, গত সরকার কুমিল্লার মানুষের প্রতি অবিচার করেছিল। আপনারা দ্রুত কুমিল্লাবাসীর সম্মান ফিরিয়ে দিন।
আমীরে জামায়াতের আগে বাংলাদেশ জামায়াত ইসলামীল কেন্দ্রীয় ও স্থানীয় ওেনতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সকাল সাড়ে ৮টা থেকে কর্মী সম্মেলন শুরু হয়। আমীরে জামায়াত ডা. সফিকুর রহমান দশটা ২৭ মিনিটে মঞ্চে আসেন এবং ৪৪ মিনিটে বক্তব্য শুরু করেন। তিনি সাদা পাঞ্জাবির উপর কটি এবং সাদা সেলোয়ার ও গোল টুপি পড়ে মঞ্চে বক্তৃতা করেন।