কুমিল্লার দেবিদ্বারের বিএনপি দলীয় সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরল আহসান মুন্সী দলীয় সিদ্ধান্ত না মেনে ইউনিয়নের বিভিন্ন কমিটি দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। এতে করে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হ-য-ব-র-ল অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় নেতাকর্মীরা।
দেবিদ্বারের তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা-৪ আসনে ৫ আগস্টের পূর্বে তৃণমূলে অনেক নেতাকর্মী স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম, নির্যাতনের শিকার হয়েও বিএনপির আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অথচ, ৫ আগস্টের পরে আওয়ামী লীগের সাথে সুবিধাভোগী একটি অংশ নিজের দল ভারি করতে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরল আহসান মুন্সী অবৈধভাবে কমিটিতে রেখে তাদেরকে পূনর্বাসন করছে। আবার এইসব কমিটি গঠনে মানছেন না কুমিল্লা উত্তর জেলা এবং কেন্দ্রীয় দিকনির্দেশনা।
সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরল আহসান মুন্সী এবং তার পুত্র রিজভীউল আহসান মুন্সী কেন্দ্রীয় বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে দেবিদ্বার উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে কর্মী সমাবেশ করেন। বিএনপির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বিষয় গত ১৪ জানুয়ারি তাদেরকে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেবিদ্বার উপজেলা ও পৌরসভা আওতাধীন বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নে গিয়ে কর্মীসভার নাম করে ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির কমিটি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিও ঘোষণা করছেন। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিম লিডার বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লাহ বুলু, কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাক মিয়া সহ কেউ অবগত নন।
এতে করে সংগঠন বিরোধী এমন কর্মকান্ড থেকে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে অন্যথায় পরবর্তীতে এমন বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া সাবেক এমপি পুত্র রিজভী মুন্সির এমন শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে দেবিদ্বার উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ চরম বিব্রত এবং অস্বস্তিকর অবস্থায় আছে বলো জানা যায়।
এছাড়া মঞ্জুরুল আহসান মুন্সী ও তার পুত্র রিজভী মুন্সীর বিরুদ্ধেও নানান অভিযোগ আছে। বিশেষ করে গত ডামি নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর নির্বাচনে প্রচার প্রচারণা করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
কুমিল্লা উওর জেলা বিএনপির সিনিয়র একজন নেতা নাম প্রকাশ না করে মঞ্জু মুন্সীর এমন আচরণে হতাশা ব্যক্ত করে বলেন, এমন অবস্থায় কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কুমিল্লা উত্তর তথা দেবিদ্বার উপজেলা বিএনপি।
এসব অভিযোগের বিষয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, বিগত সময়ে জনগণ আমাকে এই আসন থেকে এমপি বানিয়েছে। আমি মানুষের পাশে কাজ করছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করতেছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, দলের বাইরে গিয়ে কেউ কার্যক্রম চালাতে পারে না। উনি কিভাবে চালাচ্ছেন আমরা বুঝতে পারতেছি না। এ বিষয়ে আমরা দেবিদ্বার উপজেলা বিএনপিকে জানিয়ে দিয়েছি।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান সরকার বলেন, দেবিদ্বারের সাবেক এমপি (ইঞ্জিনিয়ার মঞ্জুরল আহসান মুন্সী) ওনি কি করছেন বা করছেন না তার দায় আমরা নিবো না। দলের একটা নির্দেশনা আছে। সে নির্দেশনা উপেক্ষা করে কমিটি বা অন্য কোন কিছু করলে, এই দায়ভার দল নিবে না।