স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় আদালতের স্থিতিবস্থা অমান্য করে জমি বিক্রির অভিযোগ উঠেছে। পৈত্রিক সম্পত্তি বণ্টন না করে, ভাইকে হত্যার হুমকি দিয়ে বাড়িসহ জমি বিক্রি করেন সহোদর। প্রাণ রক্ষায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভোক্তভোগী।
ভোক্তভোগী বিজন কুমার বড়ুয়া লিখিত অভিযোগে বলেন, শহরের ছোটরা মগবাড়ির বড়ুয়া হাউজের পৈত্রিক সম্পত্তি বণ্টন বিজ্ঞ আদালতে ২০২১ সাল থেকে আমাদের দু’ভাইয়ের মধ্যে মামলা চলমান। এ বিষয়ে আদালত ক্রয়-বিক্রয়, দখল-বেদখল না করার জন্য একটি স্থিতিবস্থার নোটিশ দিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার ভাই এ জমি তার স্ত্রী মন্দিরা বড়ুয়াকে দান করে দেয়। মন্দিরা বড়ুয়া সে সম্পত্তি আইরিন পারভীন নামের একজনের কাছে বিক্রি করে দেয়। এ নিয়ে ভূমি অফিসে নামজারি ও খারিজ বাতিলের আবেদন করেছি। সে আইনের প্রতি শ্রদ্ধা না রেখে জবর দখল করে সম্পত্তি তৃতীয় পক্ষের নিকট বিক্রি করছে।
এ সবের কারণে গত ২৪ এপ্রিল বাদল কুমার বড়ুয়া আমাকে হত্যার হুমকি দেয়। আমি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় প্রাণের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছি। ২০০ বছর ধরে এখানে আমার বাবা-দাদারা ছিলেন। সে প্রভাব বিস্তার করে জমি লুটে নিতে চায়।
অভিযোগের বিষয়ে বাদল কুমার বড়ুয়া বলেন, ওনি আমাকে মারধর করেছে। আমিও থানায় অভিযোগ করেছি। জমি বিক্রির বিষয়ে কোন কমেন্ট করবো না, কারণ এটা আদালতের বিষয়।