কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে বিপ্লব সরকার(২৯) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে নাঙ্গলকোট বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
ধারণা করা হচ্ছে সে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল। তার সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে প্রাথমিকভাবে জানা গেছে তার নাম বিপ্লব সরকার। সে চাঁদপুর জেলার মতলব থানার লালচরি গ্রামে বাসিন্দা।
এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।