নাঙ্গলকোটে খালেদা জিয়ার মুক্তি, ১ দফা দাবি আদায়ে সভা ও বিক্ষোভ মিছিল

নাঙ্গলকোট প্রতিনিধি ।।
প্রকাশ: ১১ মাস আগে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ ও ১দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি, সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে শান্তির বাজারস্থ মাঠে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রদল সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, বিএনপি নেতা আব্দুস সাত্তার মোল্লা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক ও জনতার চেয়ারম্যান কাজী শাহ আলম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবনেতা এড.আহসান উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ মজুমদার, উপজেলা সেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম মজুমদার, বিএনপি নেতা আর্মি কালাম, আলী আক্কাস হাফেজ আমিনুল ইসলাম মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আবু বকর, ইউনিয়ন ছাত্রদল নেতা আবু জাফর আপন, শরিফ উদ্দিন বাহাদুর প্রমুখ।
আলোচনা সভা শেষে শান্তির বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।