নাঙ্গলকোটে নির্দিষ্ট সময় শেষেও চলছে নৌকার প্রচারণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে শুক্রবার সকাল ৮টায়। কিন্তু কুমিল্লার নাঙ্গলকোটে নির্দিষ্ট সময়ের শেষেও নৌকা প্রতীকের প্রচারণা ও গণসংযোগ করছেন উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মনির আহমেদ শিপন ভূইয়া।

শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড আজিয়ারা গ্রামে নৌকা প্রতীকের প্রচারণা চালান তিনি । এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিপন ভূইয়ার আইডি থেকে গণ সংযোগটি সরাসরি প্রচার করা হয়। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে।

বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি নিয়ে অভিযান পরিচালনা করে।

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করেছি।