নাঙ্গলকোটে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

নাঙ্গলকোটে প্রতিনিধি।।
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লার নাঙ্গলকোটে প্রেম করে বিয়ের পর স্বামীর সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে হাবীবা আক্তার নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মৌকারা ইউপির মৌকারা গ্রামের জালাল মেম্বার বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা ইউনিয়ন হাসানপুর গ্রামের আফজালুর রহমান রতনের মেয়ে হাবিবা আক্তার (২২)একই ইউনিয়নের মৌকারা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে ওমর ফারুক বাদলের সাথে গত দেড় বছর পূর্বে প্রেম করে পালিয়ে বিয়ে করেন। বাদলের চাকুরির সুবাদে তারা চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন।

গত কয়েক দিন পূর্বে বাদলের বোনের বিয়ের বিষয়ে তারা গ্রামের বাড়িতে আসে। বুধবার ভোরে বাদল তার স্ত্রী হাবীবাকে রেখে তার কর্মস্থল চট্টগ্রাম চলে যায়। এ নিয়ে অভিমান করে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে হাবিবা।

হাবীবার বাবা আফজালুর রহমান রতন বলেন, মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছে। তার শ্বাশুড়ী তাকে মেনে নেয়নি। শ্বাশুড়ীর সাথে তার বনিবনা হতোনা। আজ বুধবার ভোরে তার স্বামী তাকে রেখে চট্টগ্রাম চলে যায়। স্বামীর ওপর অভিমান করে মেয়েটি আত্মহত্যা করে।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।