নিখোঁজের সাতদিন পর মিলল নির্মাণশ্রমিকের ঝুলন্ত মরদেহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

ফেনীর পরশুরামে নিখোঁজের সাতদিন পর নজরুল ইসলাম নামে এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচে দুর্গন্ধ বের হচ্ছিল বলে জানান স্থানীয়রা।

বুধবার সন্ধ্যায় মরদেহ ঝুলতে দেখে থানা খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত নজরুল ইসলাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মুন্সির খিল গ্রামের আবুল বসরের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ৫ অক্টোবর সকালে হঠাৎ নজরুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ঐদিন সন্ধ্যায় তার ভাই আবুল কাশেম পরশুরাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আবুল কাশেম জানান, নিখোঁজের সাতদিন পর বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজন দক্ষিণ গুথুমা গ্রামে একটি গাছের সঙ্গে একটি মরদেহ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার ভাইয়ের মরদেহ ঝুলে আছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরশুরাম থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না-কি আত্মহত্যা সে ব্যাপারে তদন্ত চলছে।