ফেনীর সোনাগাজী উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস হুমাইরা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে, মঙ্গলবার বিকেলে সোনাগাজী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলাতুলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতুল ফেরদৌস একই গ্রামের আবদুল হামিদ সাইফুলের মেয়ে।
শিশু হুমাইরার দাদা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হুমাইরা ঘর থেকে বের হয়ে বাইরে খেলা করছিল। কিছুক্ষণ পর হুমাইরাকে তার দাদি কয়েকবার ডাকলে সাড়া না দেওয়ায় বাইরে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পাড়ে তার একটি জুতা দেখে এগিয়ে গিয়ে পুকুরের মধ্যে আরেকটি জুতা ভাসতে দেখেন। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় হুমাইরাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আলী খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।