পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি: টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

গাজী মামুন, লালমাই।।
প্রকাশ: ৩ মাস আগে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লার লালমাইয়ে পুলিশ পরিচয়ে ইতালি ও ফ্রান্স প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত অনুমান দেড়টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে ইতালি প্রবাসী আজিজুল হক খোকন ও ফ্রান্স প্রবাসী জহিরুল হক রিপনের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় প্রবাসীর ঘরে থাকা স্টীলের আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণ এবং একটি এন্ড্রয়েড মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশের একটি টিম। ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর বোন হোসনেয়ারা আক্তার (৩৪) বাদী হয়ে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও প্রবাসী পরিবারসূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টায় কালো কাপড়ের মুখোশ পরিহিত ৪/৫ জনের একটি ডাকাতদল পুলিশ পরিচয়ে ভবনের কলাপসিবল গেইটের তালা এবং ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।

সেসময় প্রবাসীর ভগ্নীপতি মাকসুদ মজুমদারকে রশি দিয়ে বেঁধে ও পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ মিনিটের ব্যবধানে ঘরের স্টীলের আলমারিতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে যায়। এতে আতঙ্কে দিনাতিপাত করছে ওই প্রবাসী পরিবার।

এ বিষয়ে প্রবাসীর বোন হোসনেয়ারা আক্তার বলেন, আমার বৃদ্ধা মাকে দেখাশোনার জন্য স্বামী সহ আমি বাবার বাড়িতেই থাকি। মঙ্গলবার ১টা ৩০ মিনিটের দিকে ৪/৫ জন লোক আমাদের ভবনের কলাপসিবল গেইটটি ভেঙে ফেলে। পরে দরজার ভাঙার সময় আমরা টের পাই। তখন ভিতর থেকে জিজ্ঞেস করলে তারা পুলিশ পরিচয় দেয় এবং দরজা খুলতে বলে। আমরা দরজা খুলতে রাজি না হলে ভিতরে ঢুকে সবাই জবাই করবে বলে হুমকি দেয়। পরে আমরা দরজা খুলতেই ডাকাতদল ভিতরে প্রবেশ করে আমার স্বামী সহ সবাইকে রশি দিয়ে বেঁধে দেশীয় অস্ত্র ছেনি, রড, ছুরি, জয়েন্ট পাইপ এগুলোর ভয় দেখিয়ে ঘরের স্টীলের আলমারী ভেঙ্গে নগদ ১লাখ ২০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার এবং আমার মায়ের ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে আমরা সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা রাতেই আমাদের বাড়িতে আসে। সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর ১০/১৫ মিনিট আগেই ডাকাতদল লুটপাট করে পালিয়ে যায়।

লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, ডাকাতির তথ্য পাওয়ার সাথে সাথেই আমি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়। ভুক্তভোগী প্রবাসী পরিবার থানায় অভিযোগ দিয়েছে। আমরা এ ঘটনার বিষয়ে তদন্ত করছি এবং জড়িতদের আইনে আওতায় আনা হবে।