প্রধান শিক্ষকের বাসায় চাবি পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা

বরুড়া বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লার বরুড়া বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অবহেলায় টেষ্ট পরীক্ষা দিতে পারেনি ৭০ থেতে ৮০ জন শিক্ষার্থী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকরা।
জানা যায়, বরুড়া বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রি-টেষ্ট পরিক্ষা হওয়ার কথা ছিল ৬ জুন বৃহস্পতিবার। সেই আলোকে শিক্ষার্থীরা সকল প্রস্তুতি নিয়ে বিদ্যালয় এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বিদ্যালয়ের শিক্ষকরা জানান, অনিবার্য কারণবশত: পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এতে অনেক শিক্ষার্থী হতাশ হয়ে বাড়ি ফিরে।
এ বিষয়ে মো: মিজানুর রহমান নামের একজন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা আক্তার বলেন, আমার মনের ভুলে চাবি বাসায় রেখে আসছি। এ কারণে পরীক্ষার প্রশ্নপত্র তালাবদ্ধ ছিলো। এক ঘণ্টার মধ্যে বাসা থেকে চাবি নিয়ে এসে দেখি, অর্ধেক শিক্ষার্থী চলে গেছে। এ কারণে বৃহস্পতিবারের পরীক্ষা রবিবার গ্রহণ করেছি। এ বিষয়ে কোন সমস্যা হয়নি।