বিএনপির বিভাগীয় সমাবেশে মুরাদনগর বিএনপির যোগদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

স্টাফ রিপোর্টার।।

সাবেক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল রাজবন্দিদের মুক্তি, ফ্যাসিবাদ সরকারের দমন নিপীড়ন, আওয়ামী সন্ত্রাস, নির্যাতনের বিরুদ্ধে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে কুমিল্লা বিভাগীয় সমাবেশে মুরাদনগর উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ তথ্যটি নিশ্চিত করে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মোস্তাক আহামেদ।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন ভূঁইয়া বলেন আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোদের সার্বিক নির্দেশনায় অতীতের সকল সভায় অংশগ্রহণ করেছি এবং ভবিষ্যতেও সকল ধরনের মিছিল ও সমাবেশে দলবল নির্বিশেষে অংশগ্রহণ করবো।