বিএনপি ঘোষিত ১০ দফা দাবীর কুমিল্লার  সমাবেশে মুরাদনগর বিএনপির যোগদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

বুধবার(২৫ জানুয়ারি)  বিকালে  গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে কুমিল্লায় অনুষ্ঠিত সমাবেশে সহস্রাধিক নেতা কর্মী নিয়ে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি ও মন্ত্রী ,  বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ  এর  নির্দেশে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মোস্তাক আহমেদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন ভুইয়া বলেন, আমাদের প্রিয় নেতা কায়কোবাদ দাদা আমাদের প্রতিটি আন্দোলণ সংগ্রামে বাহির থেকে নেতৃত্ব দিচ্ছেন। কখন কোথায় কি করতে হবে তিনি নির্দেশনা দিচ্ছেন। দাদার  সুযোগ্য নেতৃত্বের কারণেই আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে অংশ নিচ্ছি।