বি-বাড়িয়া সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমানে মাদক দ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অভিযান চলমান রয়েছে। এই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ০১৪৫ ঘটিকায় সোর্স হতে প্রাপ্ত তথ্যের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী কর্তৃক বি-বাড়িয়া সদর এলাকায় রাস্তার পার্শ্ব থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। উক্ত মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে যে, টহল দল দেখা মাত্রই মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত মালামাল বি-বাড়িয়া সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় । প্রেস বিজ্ঞপ্তি