স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় বিআরটিসি বাস থেকে ছিটকে পড়ে শিশু হেলপার নিহত হয়েছে। ঘটনাটি ঘটে রোববার সকাল ১১টার দিকে।বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় বিআরটিসি (ঢাকা-ব ১১-৬৮১২) বাসের শিশু হেলপার ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।বাসের দ্রুত গতি থাকার কারণে শিশু হেলপার ছিটকে পড়ে মাথা থেঁতলে যায় এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়ে সাথে সাথে তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ১২ বৎসর।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।লাশ ময়নামতি হাইওয়ে থানাতে রয়েছে।