ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে মিলল ৯৪ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গাঁজাগুলো উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ। তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে সিলেটগামী একটি ট্রাকের ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা থাকা রাজিব মিয়া, স্বপন এবং জাহাঙ্গীর নামে তিন আহত হন। স্থানীয়দের সহায়তায় তারা চিকিৎসার কথা বলে কৌশলে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঐ প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করে।

ওসি নাহিদ আহম্মেদ আরো জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।