ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাক আহমেদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল (অব) মোস্তাক আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্তালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সোমবার (৯অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর নিজ বাসায় বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

আজ (১০ অক্টোবর) মঙ্গলবার বাদ জোহর নামাজের পর টমছমব্রিজ নিউহোস্টেল সংলগ্ন ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। টমছমব্রিজ কেন্দ্রীয় কবরস্থনে দাফন করেছেন।

মোস্তাক আহমেদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন। ২০০৫ সালের ১৭ জানুয়ারি তিনি অত্র কলেজের ৪০তম অধ্যক্ষ হিসেবেযোগদান করেন। ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।

সাবেক এই অধ্যক্ষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন।