চাঁদপুরের মতলব উত্তরে বিক্রি হওয়া দেড় মাস বয়সী শিশু পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরেছে। গতকাল রোববার সন্ধ্যায় শিশুটিকে তার মায়ের কাছে তুলে দেয় পুলিশ। এর আগে গতকাল দুপুরে ঢাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
সন্তানকে ফিরে পেয়ে মা বলেন, এখন তিনি খুব খুশি। বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তিনি কৃতজ্ঞ ও ঋণী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে শিশুটির মা–বাবার মধ্যে ঝগড়া চলে আসছিল। গত ১৫ নভেম্বর শিশুটির জন্ম হয়। ২২ ডিসেম্বর শিশুটির মা-বাবার ছাড়াছাড়ি হয়। ওই দিন মায়ের কাছ থেকে শিশুটিকে কেড়ে নেন বাবা ও তাঁর পরিবারের লোকজন। পরে ঢাকায় এক স্বজনের কাছে শিশুটিকে বিক্রি করে দেয় বাবার পরিবার।
এমন খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন মা। ২৭ ডিসেম্বর তিনি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে শিশুটির বাবার বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
মতলব উত্তর থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, অভিযোগের পর শিশুটিকে উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গতকাল ঢাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন তাঁরা। পরে গত রোববার সন্ধ্যায় শিশুটির মাকে থানায় ডেকে এনে তাঁর কোলে মেয়েকে তুলে দেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, মায়ের কোলে মেয়েকে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।