চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের গোগরা নামক স্থানে মায়ের সামনে বাসচাপায় প্রাণ গেল শিশু ইমার। বৃহস্পতিবার (৫ মে) দুপুরে হাজীগঞ্জ থানার অফিসার জোবাইর সৈয়দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তিন বছরের শিশু ইমা গোগরা গ্রামের তালতলা বাড়ির সিএনজি স্কুটার চালক মুরাদের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মায়ের সঙ্গে ঘুরতে বের হয় ইমা। এ সময় বাড়ি থেকে সামান্য দূরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উঠে সড়কের পাশে দাঁড়ায় অটোরিকশার জন্য মা-মেয়ে। পরে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাস শিশুটিকে চাপা দিলে ঘনাটস্থলেই মারা যায়।
এদিকে শিশু ইমাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্থানীয় বাকিলা বাজারে বাসটি রেখে চালক পালিয়ে যায়।
স্থানীয় একজন জানান, বৃহস্পতিবার সকালে বাসচাপায় মেয়ের লাশ দেখে জ্ঞান হারান তার মা। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাজীগঞ্জ থানার অফিসার জোবাইর সৈয়দ জানান, ইমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।