লালমাইয়ে প্লাস্টিক পণ্য ফেরির ঝুড়িতে মাদক পাচার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

লালমাই বাজার এলাকা থেকে অভিনব কৌশলে হরেক রকমের প্লাস্টিকের পণ্য ফেরির ঝুড়িতে লুকিয়ে মাদক পরিবহনের সময় একজনকে আটক করেছে র‌্যাব। আটক কবির কুমিল্লার তিতাস থানার কাপাসকান্দি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রোববার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। অভিনব কৌশলে প্লাস্টিকের পণ্য ফেরির ঝুড়িরে ভিতর লুকিয়ে ১১ কেজি গাঁজা পরিবহনের সময় মোঃ কবির হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে- দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।