বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন বলেন, স্বাধীন দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিল ৷ যারা প্রকৃত অর্থে বাংলাদেশ নয়, ক্ষমতা চেয়েছিল তাদের অনুসারীরা আমাদের মহানায়কে হত্যা করে চিরদিনের জন্য বাংলাদেশে রাম রাজত্ব করতে চেয়েছিল৷ যখনই এ দেশে শাসনের নামে স্বৈরশাসকরা জনগনের উপর অত্যাচার নির্যাতন চালায় একমাত্র বিএনপি এ দেশ কে মুক্ত করে৷ তার প্রমান আমরা অতীতে এবং সবশেষ ৫ আগষ্ট পেয়েছি৷ অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা দেশের উন্নয়নের নামে তার চৌদ্দগোষ্টীর উন্নয়ন করেছে৷ হাসিনা উন্নয়ন প্রকল্পের নামে দেশের মেহনতী মানুষের সাথে প্রতারনা করেছে৷ উন্নয়নের নামে জনগনের হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছে৷ বাংলাদেশের মাটি শহীদের পবিত্র রক্তের দামে কেনা এখানে স্বৈরশাসকের কোন স্থান নেই তার প্রমান হাসিনা৷ গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণআন্দোলনের ফলে ভারতে পালিয়ে যেতে হয়েছে । কারন হাসিনা দেশের হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে৷ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীদের বিনা কারনে মামলা হামলা দিয়ে তার অন্ধকার শাসনের সময় বৃদ্ধি করেছে৷ যার ফলে তাকে এক কাপড়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে৷তিনি ৷ গতকাল মঙ্গলবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কুমিল্লা দঃ ও মহানগর এর সার্বিক সহযোগিতায়, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর অয়োজনে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী আরো বলেন, দেশের মানুষকে গনহত্যার ফল হাসিনাকে ভোগ করতে হবে৷ গনহত্যার মহারানী হাসিনার বিচার অচিরেই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ৷ আওয়ামী লীগের নেতা কর্মীরা অবৈধ ভাবে দেশের মানুষের সম্পদ লুট করে খেয়ে অসময়ে তাদের পাশে নেই৷ আওয়ামী লীগ দেশের মানুষের শত্রুতে পরিনত হয়েছে কারন হাসিনা তার অপকর্মের ফল নিয়ে দেশ থেকে পালিয়েছে ঠিকই যাবার আগে সোনার বাংলা কে পঙ্গু করে গেছে। আগামীর রাষ্টনায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াবে । তাই আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হই ৷
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন’র সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারন সম্পাদক রাজিব আহসান৷ বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারন সম্পাদক সাদ মোরশের্দ পাপ্পা শিকদার এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুর বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, ব্রাহ্মণপাড়া উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷ অনুষ্ঠানে ১ হাজার বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়৷