আমার রক্তে যদি বাঁচে একটি প্রাণ, কেন আমি করবো না রক্তদান। মানবতার শ্রেষ্ঠ দান, স্বেচ্ছায় করুন রক্তদান। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে গত ২২ মে বিকেলে কুমিল্লা চকবাজারস্থ সংগঠনটির নিজস্ব অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন হিউম্যান ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন ফয়সাল আহমেদ। কেক কাটা ও ঘরোয়া আড্ডার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করে নেন সংগঠনটির সক্রিয় এডমিন, মডারেটর ও সাধারণ সদস্যরা।
জীবন রক্ষায় রক্তের সন্ধানে কারও কল পেলেই হাসপাতালে ছুটে যান স্বেচ্ছায় রক্তদাতারা।কুমিল্লাসহ দেশের যে কোন স্থানে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন হলে হাসপাতল থেকে হাসপাতালে গিয়ে বিনামূল্যে রক্তদান করে পান আত্মতৃপ্তি। অসহায়-বিত্তবান কারো কাছ থেকেই গ্রহণ করেন না কোন অর্থ।
কেবল রক্তদান-ই নয়,শীতবস্ত্র বিতরণ,গরীব ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ,ফ্রি ব্লাড গ্রুপিং ও চিকিৎসা ক্যাম্প,মাদ্রাসার এতিম ছাএদের খরচ বহন,ঘর-বাড়ি পুনর্বাসন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখছে সংগঠনটি । । প্রেস বিজ্ঞপ্তি