কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের জাঙ্গালিয়া (শাকতলা) গ্রামে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত আবু ইউসুফ ও এরশাদের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
শনিবার বিকাল ৪টায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে
, মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় কুমিল্লার স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেড।
এসয় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আক্তার হোসেন, এবং নির্বাহী পরিচালক অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান সরকারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পাঁচ ভান টিন ও আনুষঙ্গিক মালামাল সহ প্রায় ৪৩,০০০ টাকার সহায়তা প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ১নং কালির বাজার ইউনিয়নের সেক্রেটারী মাস্টার রুহুল আমীন, তামিরুল উম্মাহ মাদ্রাসা (ফেনুয়া শাখা)-র ইনচার্জ মাওলানা শিহাব উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা করিম কাজি, যুববিভাগের সভাপতি আলআমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় জনগণ এবং নেতৃবৃন্দ এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিঃ-কে ধন্যবাদ জানান।