আন্তর্জাতিক বাংলাভাষা পরিষদ কুমিল্লার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দৈনিক আমাদের কুমিল্লা কার্যালয়ে আন্তর্জাতিক বাংলাভাষা পরিষদ, কুমিল্লা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযুদ্ধা ছড়াকার জহিরুল হক দুলাল। পরিষদ সভাপতি অধ্যক্ষ সেলিম রেজা সৌরভের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইয়াসমীন রীমা, সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ্র রায়, আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক লেখক চন্দন দাস, সদস্য মো. ফিরোজ মাহমুদ, রোকসানা ইয়াসমিন মনি প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক নাসরিন ঊর্মি, মো. এনামুল হক, রানা হাসান, মোস্তাফিজুর রহমান, আবু সুফিয়ান রাসেল, পুতুল আক্তার, রুবেল মজুমদারসহ অনেকে।

আলোচনায় প্রধান অতিথি জহিরুল হক দুলাল বলেন, বাংলা চর্চা করতে হবে। ইংরেজি বা আন্তর্জাতিক ভাষাও জানতে হবে। তাহলে জাতি হিসাবে আমরা অনেক দূর যেতে পারবো। মাতৃভাষাকে শ্রদ্ধা করা মানে সকল ভাষাকে শ্রদ্ধা করা কোন ভাষাকে অবহেলা নয়। সঠিক ভাবে বাংলা ভাষা চর্চা করলে এর মধ্যে থেকে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক তৈরি হবে। তাহলে একুশে ফেব্রুয়ারি সার্থক হবে। ২৩ বছরে একটি ভাষা স্বাধীন দেশ দিয়েছে। তাই জাতিকে এগিয়ে নিতে হলে অন্য সকল ভাষাও চর্চা করতে হবে। অনেক শিক্ষক ক্লাসে রাজনৈতিক ইতিহাস শোনান। সেটির দরকার নেই। আপনাদের ভাষার চর্চা করা দরকার।