আর ১০০ দিন পর…

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

প্রথমবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। আজ থেকে ঠিক ১০০ দিন পর এবারের আসরের পর্দা উঠবে। তার আগে মেলবোর্নের আইকনিক ইয়ার নদীর তীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বিশ্বকাপের কাউন্টডাউন।

একই দিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) টার্ফে অবস্থিত সেন্টার পিচে বিশ্বকাপের ট্রফি ট্যুরের উদ্বোধন করেন শেন ওয়াটসন, ওয়াকার ইউনুস ও মর্নে মরকেলের মতো তারকা ক্রিকেটাররা।

আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে অস্ট্রেলিয়ায় ১৬ দল আসছে, এটা সত্যিই রোমাঞ্চকর।

এবারই সবচেয়ে বেশি জায়গায় ভ্রমণ করবে বিশ্বকাপের ট্রফি। চারটি মহাদেশের ১৩টি দেশের ৩৫টি স্থানে এই ট্রফি ট্যুর হবে। প্রথমবার এটি স্পর্শ করবে ফিজি, ফিনল্যান্ড, জার্মানি, ঘানা, ইন্দোনেশিয়া, জাপান, নামিবিয়া, নেপাল, সিঙ্গাপুর ও ভানুয়াতুতে।

মেলবোর্ন থেকে শুরু হয়ে এই ভ্রমণ থামবে ১৬ অক্টোবর জিলংয়ে। সেখানেই অনুষ্টিত হবে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ।