শনিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি।
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত দৃঢ় অঙ্গীকারবদ্ধ দাবি করে আব্দুল্লাহ তাহের বলেন, আমরা কোনও রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না। বাংলাদেশের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেব না।
জামায়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় জানিয়ে সৈয়দ তাহের বলেন, আজকের দুরাবস্থার পেছনে দুর্নীতি সবচেয়ে বেশি দায়ী। ভোট ছাড়া নির্বাচিত হওয়া হচ্ছে বড় দুর্নীতি।
জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুনির প্রমুখ।