ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মেট্রোরেল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

ঈদুল ফিতরের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে যায় রাজধানী ঢাকা। এবার সেই ফাঁকা ঢাকায় চলবে মেট্রোরেলও। জানা গেছে ঈদের ছুটির তিনদিন ২০ মিনিট পর পর চলাচল করবে মেট্রোরেল। এর মধ্যে শুধু ঈদের দিন চলবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া আগে-পরে দুইদিন চলবে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল হতে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁ এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। তবে শুধু ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে।

আগামী ২৪ এপ্রিল হতে প্রতিদিন আগের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও এ ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিটে পরপর চলাচল করবে। সাপ্তাহিক বন্ধ থাকবে আগের মতোই মঙ্গলবার।

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল চালু হয়। এরপর ধাপে ধাপে এই রুটের ৯টি স্টেশনের সবগুলো চালু করা হয়। এ বছরই নভেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রোরেল। এখন দিনে ৬ ঘণ্টা চললেও জুলাইয়ের মধ্যে পুরোদমে চলাচল করার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।