ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

সারাদেশে ঈদের দ্বিতীয় দিন সোমবারও চলছে পশু কোরবানি। এদিন রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা গেছে।

দেশে রোববার পালিত হয় পবিত্র ঈদুল আজহা। সোমবার ঈদুল আজহার দ্বিতীয় দিনেও উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

দ্বিতীয় দিনের কোরবানির সংখ্যা পুরান ঢাকায় বেশি হলেও রাজধানীর অন্যান্য এলাকায়ও দেখা গেছে কোরবানির ব্যস্ততা।

ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিয়েছেন রাজধানীর আলু বাজারের গোলাম সারোয়ার। তিনি জানান, গরু কিনছি ঈদের আগের দিন রাতে। ঈদের দিন কসাই পাই নাই। ঈদের পরে দুদিনও কোরবানি দেওয়া যায়। এজন্য আজ কোরবানি দিচ্ছি।

উত্তরার হাজী ক্যাম্প এলাকায় কোরবানি দিয়েছেন সাব্বির ইসলাম। তিনি বলেন, আমরা দুই ভাই দুটি গরু এনেছিলাম। এক সঙ্গে কাটতে সমস্যা, লোকবলের অভাব। তাই ঈদের দিন বড় ভাইয়ের গরু কোরবানি দিয়েছি। আজ আমারটা কোরবানি করছি।

ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও আ‌রো দু‌দিন তথা জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ঈদের তৃতীয় দিন) সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। এই বিধানের আলোকে দ্বিতীয় দিন অনেকে পশু কোরবানি করছেন।