উন্নয়নের জন্যই প্রশিক্ষণ – মহা পরিচালক নায়েম

সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ৩০টি কলেজের অধ্যক্ষ ২০ দিনের এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

আল মামুন ।।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর মহাপরিচালক প্রফেসর ড. নিজামুল করিম বলেছেন প্রশিক্ষণ মানে উত্তমরূপে শিখন। উন্নয়নের যে কোনো শাখায় কাজ করতে হলে দক্ষতা দরকার আর দক্ষতা অর্জিত হয় প্রশিক্ষণের মাধ্যমে। তাই উন্নয়নের স্বার্থেই প্রশিক্ষণ প্রয়োজন।

গত ১৪ মে কুমিল্লায় ২৭তম উচ্চ মাধ্যমিক স্তরের অধ্যক্ষবৃন্দের ‘শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কোটবাড়ি কুমিল্লার পরিচালক প্রফেসর রেহানা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইচএসটিটিআইর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মেহেদী হাসান।

বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপপরিচালক মো. কামরুজ্জামান। প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রশিক্ষণার্থী শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আজিজুল হাসান চৌধুরী।

সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ৩০টি কলেজের অধ্যক্ষ ২০ দিনের এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। আগামী ২ জুন এ প্রশিক্ষণ সমাপ্ত হবে।