একটি আবাসিক হোটেলে আগুন লেগে ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুন লেগে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে হোটেল সৌদিয়া নামে ছয় তলা আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতরা সবাই পুরুষ। তাদের লাশ ছয় তলায় পাওয়া গেছে। একজনের মরদেহ বাথরুমের ভেতরে এবং বাকি তিন জনের মরদেহ সিঁড়ির গোড়ায় ছিল। সিঁড়ির দরজা তালা মারা ছিল।

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button