একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগুড়ায় আওয়ামী লীগ, জাপা ও জাসদ কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

বগুড়া শহরের সাতমাথায় আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা কার্যালয়ে হামলা, ‌ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে শহরের প্রধান সড়কে জেলা জাতীয় পার্টির কার্যালয়ও ভাঙচুর করা হয়।

রাত পৌনে ১০টার দিকে বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে আসেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার আগেই টাউন ক্লাব, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  সুলতান মাহমুদ খানের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা…, ঢাকা…’ বলে স্লোগান দেন ছাত্র-জনতা।